অনলাইন ডেস্কঃ
করোনা ভাইরাসের কারনে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাড়তি সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় প্রণোদনা প্যাকেজের ২ হাজার কোটি টাকা ও ঋণ বিতরন নিয়ে আলোচনা হয়। আর্থিক প্রতিষ্ঠান গুলো যদি ব্যাংক গ্যারান্টি দিতে পারে তবেই অগ্রিম এ টাকা দেবে কেন্দ্রীয় ব্যাংক। চলতি করোনা মহামারীর কারনে যেসব আর্থিক প্রতিষ্ঠানগুলো তহবিল সংকটের ভুগছেন তাদের সহায়তা দিতেই এ উদ্যোগ।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো করোনার ক্ষতি কাটিয়ে উঠতে বিভিন্ন দাবি জানিয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয়। আর্থিক প্রতিষ্ঠানগুলোর বেশ কিছু দাবি মেনে নিয়ে ইতমধ্যে একাধিক প্রজ্ঞাপন জারি করবে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া আর্থিক প্রতিষ্ঠানে যে অর্থায়ন করা হবে তার সুদহার ৯ শতাংশে নামিয়ে আনা হবে বলে জানায় বাংলা দেশ ব্যাংক।
আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইনান্স কোম্পানির (বিএলএফসি) চেয়ারম্যান ও আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম বলেন, কেন্দ্রীয় ব্যাংক এসব সুযোগ দিলে আর্থিক প্রতিষ্ঠানগুলোও অর্থনীতি পুনরুদ্ধারে এগিয়ে আসতে পারবে। এর মাধ্যমে পুরো খাত ঘুরে দাঁড়াতে পারে।