সিনিয়র করেসপন্ডেন্ট
পেমেন্ট গেটওয়ে ‘এসএসএল কমার্স’-এ আটকে থাকা আলেশা মার্টের গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক ১০ জন গ্রাহকের ২৮ লাখ ৩৬ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ টাকা ফেরত দেওয়া হয়।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের প্রধান এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।