ভোক্তাকন্ঠ ডেস্ক: ঈদ পরবর্তী সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৮ মে) চাঙ্গাভাবে লেনদেন হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন বিদ্যুৎ ও জ্বালানি, বিমা, বস্ত্র এবং ওষুধ ও রসায়ন খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে উভয় বাজারে সূচক, লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।
এর মধ্যে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ২৬ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ১০৫ পয়েন্ট।
ডিএসইর তথ্য মতে, রোববার বাজারটিতে ৩৮০টি প্রতিষ্ঠানের মাত্র ২৩ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৮৯০টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ২১৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১২টির, আর অপরিবর্তিত রয়েছে ৫২টির।
অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৬ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে বেড়েছে ৩ পয়েন্ট। তবে ডিএস-৩০ সূচক কমেছে ৪ দশমিক ৩১ পয়েন্ট।
রোববার ডিএসইতে ৯৭২ কোটি ৫৩ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৬৮ কোটি ৭০ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার।
এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জেএমআই হসপিটালের শেয়ার। এরপর লেনদেন হয় বেক্সিমকো লিমিটেডের শেয়ার। তারপর যথাক্রমে রয়েছে জিপিএইচ ইস্পাত, ইউনিক হোটেল, আইপিডিসি, ওরিয়ন ফার্মা, ইফাদ অটোস, সাইফ পাওয়ার, জেনেক্স ইনফোসেস এবং ডরিন পাওয়ার লিমিটেড।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৯৪ পয়েন্টে।
এ বাজারে ২৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯১টির, আর অপরিবর্তিত রয়েছে ২৫টির। তাতে ৩১ কোটি ৯৪ লাখ ১৬ হাজার ৭০২ টাকার শেয়ার লেনদেন হয়েছে।