ভোক্তাকণ্ঠ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ২০ এপ্রিল আর্থিক প্রতিষ্ঠান সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ওই দিনসহ ২১, ২২ ও ২৩ এপ্রিল (মোট ৪ দিন) বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সোমবার (১৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ২০ এপ্রিলসহ ২১, ২২ ও ২৩ এপ্রিল বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
ঈদ পরবর্তী সময়ে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলবে। তবে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।