ভোক্তাকণ্ঠ ডেস্ক: এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমলো সোনার দাম। ভালো মানের প্রতি ভরি সোনায় ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৬ হাজার ৪৬১ টাকায়। এতদিন যা ছিল ৯৭ হাজার ৬২৮ টাকা।
বুধবার (২২ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামীকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে সোনার এ নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।
এর আগে গতকাল মঙ্গলবার ভালো মানের প্রতি ভরি সোনায় ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ৯৭ হাজার ৬২৮ টাকা। এতদিন যা ছিল ৯৮ হাজার ৭৯৪ টাকা।