ভোক্তাকন্ঠ ডেস্ক: সূচকের উত্থানের একদিন পর মঙ্গলবার (২৪ মে) দেশের শেয়ারবাজারে আবারও দরপতন হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৫০ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১২৯ পয়েন্ট।
সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দামও। এর আগে টানা আট কার্যদিবস দরপতনের পর সোমবার (২৩ মে) সূচকের উত্থান হয়। তবে সে ধারা ধরে রাখতে পারেনি বাজার।
ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার বাজারে ৩৭৮টি প্রতিষ্ঠানের ১৯ কোটি ৩৪ লাখ ৪৩ হাজার ৯৭০টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৫৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৭৮টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৩টির।
অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৫০ দশমিক ৮ পয়েন্ট কমে ৬ হাজার ২১১ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে ৯ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ১৪ পয়েন্ট।
মঙ্গলবার ডিএসইতে ৬৬০ কোটি ৮৪ লাখ ২২ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬৫৮ কোটি ৯৩ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার।
এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর যথাক্রমে লেনদেন হয় জেএমআই হসপিটাল, জিএসপি ফাইন্যান্স, সিলভা ফার্মা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিক, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, আইপিডিসি এবং এসিআই ফরমুলেশন লিমিটেড।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৭০ পয়েন্টে।
এ বাজারে ২৮১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৭২টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
এদিন লেনদেন হয়েছে ১৮ কোটি ৭০ লাখ ৯১ হাজার ৬৮৮ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ৯১ লাখ ৩২ হাজার ১২৪ টাকা।