জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি দর) ৪০ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়া মোড়ে এসব চাল পাওয়া যায়।
সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালগুলো উপজেলা প্রশাসনের জিম্মায় নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইযুল ওয়াসীমা নাহাত।
স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নরপাড়া মোড়ের নির্মাণাধীন একটি ভবনের নিচতলায় খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৩০ কেজি ওজনের ৪০ বস্তা চাল কে বা কারা জমা করে রাখে। উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা গোপনে বিষয়টি জানতে পারেন। তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইযুল ওয়াসীমা নাহাত ঘটনাস্থলে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করেন।
এ সময় খাদ্যবান্ধব কর্মসূচির স্থানীয় ডিলার নুরু আকন্দকে আটক এবং জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
ওয়াসীমা নাহাত বিষয়টি নিশ্চিত করে জানান, চালের বস্তাগুলো অবৈধভাবে মজুদ অবস্থায় পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ডিলারকে জিজ্ঞাসাবাদে তার সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি এবং জড়িত কাউকে পাওয়া যায়নি।
চালগুলো ১০ টাকা কেজি দরের খাদ্যবান্ধব কর্মসূচির হতে পারে বলে ধারণা করা হচ্ছে।