পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিষয়ে সঠিক তথ্য মিলবে এমন একটি প্লাটফর্ম হলে বিনিয়োগকারীরা উপকৃত হবেন। এমন প্লাটফর্ম হলে আর গোপন তথ্যের পেছনে ছুটে বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়বেন না বলে মনে করেন বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলাম।
শুক্রবার পুঁজিবাজারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম-সিএমজেএফের নিজস্ব অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি চেয়ারম্যান একথা বলেন।
শিবলী রুবাইয়াত বলেন, ‘আপনারা এমন একটি পরিবেশ তৈরি করবেন যাতে করে আমরা আসল নিউজটা পাই। এখানে যেসব সংবাদিকরা আছেন, তাদের বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমেই আমরা সঠিক তথ্যের যেন নিশ্চয়তা পাই।’
‘তেমন প্লাটফর্মটি যেন হয়। তথ্যের অবাধ প্রভাব নিশ্চিত করতে হবে। পুঁজিবাজারে তথা মার্কেটে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।’