অনলাইন ডেস্কঃ
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) চলতি ২০২০-২১ অর্থবছরের জন্য চার হাজার ৫০৬ কোটি ৭৫ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে। নিয়ম অনুযায়ী জুন মাসের মধ্যেই বাজেট অনুমোদনের কথা থাকলেও করোনা মহামারীর কারনে প্রায় ২০ দিন পর নতুন এই বাজেট অনুমোদন দিল ডিএনসিসি । আজ সোমবার সিটি করপোরেশনের এক বোর্ড সভায় এই বাজেট অনুমোদন করা হয়।
চলতি বাজেটে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য বাজেটের পরিমান বাড়ানো হয়েছে। গত ২০১৮-১৯ অর্থবছরে মশক নিধনের জন্য বরাদ্দ ছিল ৪৯ কোটি টাকা। চলতি অর্থবছরে এ খাতে ২১ কোটি টাকা বাড়িয়ে মোট ৭০ কোটি টাকা বরাদ্দ রেখেছে ডিএনসিসি। এর মধ্যে মশার ওষুধ কেনার জন্য রাখা হয়েছে প্রায় ৪২ কোটি টাকার, যা গেল অর্থবছরের চেয়ে ১২ কোটি টাকা বেশি। এছাড়া আউটসোর্সিংয়ের মাধ্যমে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য রাখা হয়েছে ১৫ কোটি টাকা।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রাখা হয়েছে ৮ কোটি টাকা। গত অর্থবছরে এই খাতে এক কোটি টাকা বরাদ্দ থাকলেও প্রায় ১২ কোটি টাকা খরচ করে ডিএনসিসি। মেয়রের ঐচ্ছিক তহবিলে বরাদ্দ রাখা হয়েছে ৭ কোটি টাকা। গেল অর্থবছরে এ খাতে বরাদ্দের পরিমান ছিল ৬ কোটি ৫০ লক্ষ টাকা।
চলতি অর্থবছরে আতিথেয়তা ও উৎসব খাতে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গেল অর্থবছরে এ খাতের জন্য সাড়ে ৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। মেয়র মো. আতিকুল ইসলাম শিগগিরই এ বাজেট উপস্থাপন করবেন বলে সংস্থাটির জনসংযোগ শাখা থেকে জানানো হয়।