ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, তমিজউদ্দিন টেক্সটাইল এবং বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারের দাম কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বেড়েছে। ভিত্তিতে বিনিয়োগকারীদের সতর্ক করতে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
কোম্পানি তিনটির শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ার প্রবণতা এ রিপোর্ট লেখা পর্যন্ত অব্যাহত রয়েছে। বিনিয়োগকারীদের সতর্ক করলেও তা কোনো কাজে আসছে না। শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানাতে ২১ জুন কোম্পানি তিনটিকে নোটিশ পাঠানো হয়। জবাবে কোম্পানি তিনটির কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে, তার জন্য কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছেন ডিএসই।
১৩ জুন কোম্পানি তিনটিকে মূল বাজারে ফিরিয়ে আনে ডিএসই। এরপর প্রতি কার্যদিবসেই দাম বেড়েছে। পাঁচ কার্যদিবসে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ার দাম বাড়ে ১১৩ দশমিক ৩৩ শতাংশ। তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ার দাম বাড়ে ৬৩ দশমিক ২৫ শতাংশ এবং বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ার দাম বাড়ে ৫৮ দশমিক ৮৯ শতাংশ।
চলতি সপ্তাহেও কোম্পানি তিনটির শেয়ারের দাম বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের সতর্ক করল কোম্পানি তিনটির শেয়ার দাম অস্বাভাবিক বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের সতর্ক বার্তাও দাম বাড়ার প্রবণতা থামাতে পারেনি। ইতোমধ্যে কোম্পানি তিনটির শেয়ার দাম দিনের সর্বোচ্চ পরিমাণ বেড়ে গেছে। পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের ৯ দশমিক ৭০ শতাংশ, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ার দাম ৯ দশমিক ৯৭ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে।