ভোজ্যতেল, ডাল ও চিনির মূল্য সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রংপুর সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কিছু ব্যবসায়ী সুযোগ পেলেই পণ্যের দাম বাড়িয়ে দেয়। তাই এখন থেকে ট্যারিফ কমিশন নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এসব পণ্য বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে।
‘দেশে প্রতিবছর ভোজ্যতেলের চাহিদা ৩৫-৪০ লাখ টন, যার ৯০ শতাংশই আমদানি করতে হয়। ১০ শতাংশ তেল দেশে উৎপাদিত সরিষা থেকে আসে। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেল, ডাল ও চিনির দাম অনেক বেড়েছে। ছয়শ টনের ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারে ১৩০০ ডলারে উঠেছে। একইভাবে ডাল ও চিনির দামও বেড়েছে’- জানান তিনি।
টিপু মুনশি আরও বলেন, এসব পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছি। এসব পণ্য আমদানির পর ট্যারিফ কমিশন দাম নির্ধারণ করে। এরপরেও কিছু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় দাম বাড়িয়ে দেয়। এ জন্য জেলায় জেলায় দাম মনিটরিংয়ে ডিসিদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা মুনাফালোভী এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আসিব আহসান ও রোটারিয়ান ক্লাব উত্তরার প্রেসিডেন্ট জুলহাস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।