টানা সাত দিন দর পতনের পর আজও সূচক কমছে শেয়ারবাজার। আজ বৃহস্পতিবার চলতি সপ্তাহের শেষ কার্যদিবস প্রথম আধা ঘণ্টায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৭ পয়েন্ট, অবস্থান করছে ৭ হাজার ১২ পয়েন্ট। তবে লেনদেনের শুরুতে প্রথম ১০ মিনিটে এই সূচকটি বেড়েছিল ৭৩ পয়েন্ট।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক সিএএসপিআই আধা ঘণ্টা পর্যন্ত বেড়েছে ৪৬ পয়েন্ট।
ডিএসইতে এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ২০৭ কোটি ৭৬ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৫ টির, কমেছে ১১৪ টির, অপরিবর্তিত আছে ৭৫ টির দর। গত সাত কার্যদিবস ধরে এক টানা সূচক কমে ডিএসইতে। প্রধান সূচকটি এ সময়ে হারিয়েছে ২৮৪ পয়েন্ট।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো লিমিটেড, ডেলটা লাইফ, ওরিয়ন ফার্মা, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, আইএফআইসি, বিএটিবিসি, এনআরবিসি ব্যাংক, ফরচুন, জেনেক্স ইনফয়েস লিমিটেড ও লঙ্কা বাংলা ফাইন্যান্স।
অপরদিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২ টির, কমেছে ২৫ টির, অপরিবর্তিত আছে ১৭ টির দর।