ভোক্তাকণ্ঠ ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, নিত্যপণ্যের ব্যাপারে চিন্তা করার কিছু নেই। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা ভালো আছি। ডলারের বিপরীতে দেশে টাকার দাম কমেছে। এ অবস্থায় আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমরা অসচ্ছল এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে টিসিবির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি অব্যাহত রেখেছি। এ অবস্থার আর অবনতি হবে না।
রোববার (৪ ডিসেম্বর) বিকেলে রংপুরে দুদিনের সফরে এসে সার্কিট হাউসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বড় ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে। তারা দু-চারদিনের মধ্যে এলসি ওপেন করবে। বর্তমানে আমদানি পণ্যের যে স্টক রয়েছে তা যথেষ্ট। তবে ব্যবসায়ীরা রমজানের জন্য বিশেষ আমদানির ব্যবস্থা করছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।