ভোক্তাকন্ঠ ডেস্ক: পতনের মধ্যদিয়ে শেয়ারবাজারের সপ্তাহ শুরু হয়েছে। দিনভর সূচকের ওঠা-নামার মধ্যদিয়ে রোববার (২৭ মার্চ) লেনদেন হয়েছে।
এদিন শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপের ফলে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১১ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ৫০ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। তবে লেনদেন কিছুটা বেড়েছে।
ডিএসইর তথ্য মতে, রোববার বাজারে ৩৭৮টি প্রতিষ্ঠানের ১৮ কোটি ৫৫ লাখ ৯৯ হাজার ৪৩০টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ২১৯টির, আর অপরিবর্তিত রয়েছে ৪২টির।
অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমার এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১১ দশমিক ৩১ পয়েন্ট কমে ৬ হাজার ৭৪১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে বেড়েছে ১ দশমিক ২৬ পয়েন্ট। তবে ডিএস-৩০ সূচক কমেছে ৩ দশমিক ৮৩ পয়েন্ট।
রোববার ডিএসইতে ৮৫৭ কোটি ৪৬ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৮২৯ কোটি ৫৯ লাখ ৫ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে কিছু কম লেনদেন হয়েছে।
ডিএসইতে এদিন লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর ছিল ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, প্রিমিয়ার ব্যাংক, ফুয়াং ফুড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বিডিকম, সোনালী পেপার, আমরা টেকনোলোজিস ও স্কয়ার ফার্মাসিটিউক্যালস লিমিটেড।
অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫০ দশমিক ৫ পয়েন্ট কমে ১৯ হাজার ৭৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ২৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৮০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৭৯টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।
এ বাজারে ২৬ কোটি ৫১ লাখ ৭৯ হাজার ২০৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২০ কোটি ১১ লাখ ১৯ হাজার ৯৫ টাকার শেয়ার।