পুঁজিবাজারে যুক্ত হচ্ছে ৫০ কোটি শেয়ার

ভোক্তাকন্ঠ ডেস্ক: পুঁজিবাজারে আসছে ৪৭ কোম্পানির ৫০ কোটি ৭ লাখ ৪০ হাজার ৮৫২টি শেয়ার। প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) কিংবা রাইট শেয়ারের মাধ্যমে নয়, কোম্পানিগুলো ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নিয়ম অনুসারে কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের পরই পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই শেয়ারগুলো বাজারে আসবে।

সে হিসেবে আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে শেয়ারগুলো বাজারে আসবে। এতে বাজারের আকার বাড়ার পাশাপাশি কোম্পানির মূলধনও বাড়বে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

ডিএসইর তথ্য মতে, কোম্পানিগুলোর মধ্যে ৩০ জুন ২০২১ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ডরিন পাওয়ার লিমিটেড ১৩ শতাংশ নগদ ও ১২শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সেই হিসেবে কোম্পানির শেয়ারহোল্ডারদের ১ কোটি ৭৩ লাখ ২৬ হাজার ৪২৬টি বোনাস শেয়ার দেবে। অর্থাৎ এজিএম ও বিএসইসির অনুমোদনের পরপরই বাজারে শেয়ার ছাড়া হবে।