ভোক্তাকন্ঠ ডেস্ক: এক বছরে দেশে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৫৬ দশমিক ৩১ শতাংশ বা ১৪১ কোটি ৭২ লাখ ডলার। সোমবার (৪ এপ্রিল) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের (২০২১-২২) প্রথম ১০ মাসে বিশ্ববাজারে মোট ৩ হাজার ৫৩৬ কোটি ২৫ লাখ ৮ হাজার ডলারের দেশি পোশাক রপ্তানি হয়েছে। আগের অর্থবছরের প্রথম ১০ মাসে ২ হাজার ৬০০ কোটি ৪৯ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছিল। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩৫ দশমিক ৯৮ শতাংশ।
এ বছর এপ্রিলে ৩৯৩ কোটি ৪১ লাখ ৮ হাজার ডলারের পোশাক রপ্তানি হয়েছে। আগের বছরের এপ্রিল মাসে এ খাতে রপ্তানি হয়েছিল ২৫১ কোটি ৬৯ লাখ ৮ হাজার ডলার। অর্থাৎ আগের বছরের চেয়ে ১৪১ কোটি ৭২ লাখ ডলার বেড়েছে।
পোশাক খাতে দু ধরনের রপ্তানি হয়। এর মধ্যে নিটওয়ার খাত থেকে রপ্তানি আয় হয়েছে ২১২ কোটি ২৬ লাখ ৯ হাজার ডলার। আর ওভেন খাত থেকে আয় হয়েছে ১৮১ কোটি ১৪ লাখ ৯ হাজার ডলার।
২০২১ সালের নিটওয়ার খাত থেকে রপ্তানি আয় হয়েছিল ১৩৪ কোটি ১৭ লাখ ৭ হাজার ডলার। আর ওভেন খাত থেকে রপ্তানি আয় হয়েছিল ১১৭ কোটি ৫২ লাখ ১ হাজার ডলার।