অনলাইন ডেস্কঃ
বঙ্গবন্ধু শিল্পনগরে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় সাড়ে ১১ কোটি ডলার ঋণ দিচ্ছে প্রতিবেশি দেশ ভারত। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ৯৭৮ কোটি টাকা। এই অর্থনৈতিক অঞ্চলে ভারতীয় বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারবে।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী জানান, ভারত সরকার ভারতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (আইএসইজেড) প্রতিষ্ঠার প্রকল্পে ঋণ দিতে নীতিগত সম্মতি দিয়েছে। বাংলাদেশে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) আগেই অনুমোদন পেয়েছে।
এর আগে ২০১৫ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে ভারতীয় বিনিয়োগকারীদের জন্য অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সমঝোতা স্মারক সই হয়। তারপর ২০১৭ সালের অক্টোবরে ভারতের তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি বাংলাদেশ সফরে এলে তৃতীয় এলওসি সই হয়। মূলত ভারতের তৃতীয় লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় বাংলাদেশ এ ঋণ পাচ্ছে।
৩০ হাজার একর জমির ওপর বঙ্গবন্ধু শিল্পনগর প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। বঙ্গবন্ধু শিল্পনগরে ভারতের জন্য প্রায় ১ হাজার একর জমি বরাদ্দ রাখা হয়েছে। মতো।ভারতের পক্ষে অর্থনৈতিক অঞ্চলটি উন্নয়নের কাজ পেয়েছে আদানি গ্রুপ। ২০১৯ সালের ৪ অক্টোবর এ নিয়ে বেজার সঙ্গে আদানির সমঝোতা স্মারক সই হয়।
বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার আওতায় চীন, রাশিয়া ও ভারত বিভিন্ন দেশকে ঋণ দিচ্ছে। ঋণদাতা হিসেবে তারা নতুন। তাদের সঙ্গে এ ধরণের ঋণের শর্তাদি, কাঠামো ইত্যাদি এখনো স্থির হয়নি। ফলে দেখা যায়, ঋণ ছাড়ের প্রক্রিয়া শেষ করতে সময় লেগে যায়।