সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৯ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৭টি কোম্পানির ২৩০ কোটি ২৮ লাখ ৬৭ হাজার টাকার লেনদেন হয়েছে।
যা আগের কার্যদিবসের চেয়ে ২১৭ কোটি টাকা বেশি।
আগের কার্যদিবসে ব্লক মার্কেটে ১৮টি কোম্পানির ১৩ কোটি ৪১ লাখ ৩৪ হাজার টাকার লেনদেন হয়েছিল।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির ১৮৮ কোটি ৪ লাখ ২৭ হাজার টাকার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ২৩ লাখ ৮৭ হাজার টাকার জেনেক্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৮৯ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের।