দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৩৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৬ লাখ ৭৮ হাজার ৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৬ কোটি ১৭ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
শেয়ার বিক্রি করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী পেপার । কোম্পানিটি ৭ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রেনেটা। কোম্পানিটি ৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
আজ ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হলো- অ্যাক্টিভ ফাইন, অগ্নি সিস্টেমস, আল-হাজ্ব টেক্সটাইল,আমান ফিড, এএমসিএল (প্রাণ) আনোয়ার গ্যালভানাইজিং, বিএটিবিসি, বিডি ফিন্যান্স, বিডি ল্যাম্পস, বেক্সিমকো, সেন্ট্রাল ফার্মা, কপারটেক ইন্ডাস্ট্রিজ,সিভিও পেট্রো, ডরিন পাওয়ার, ফারইস্ট নিটিং, ফরচুন সুজ, গ্রামীণ ফোন, জিএসপি ফিন্যান্স, ওরিয়ন ফার্মা, দ্য পেনিনসুলা, পিপলস ইন্স্যুরেন্স, ফনিক্স ফাইন্যান্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স, প্রভাতি ইন্স্যুরেন্স, আরএকে সিরামিকস, আরডি ফুড,সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, সী পার্ল বীচ, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, সিঙ্গারবিডি, সোনালী পেপার, স্কয়ার ফার্মা ও ইয়াকিন পলিমার লিমিটেড।