ভোক্তাকন্ঠ ডেস্ক: ভারত থেকে ৫২ হাজার ৫০০ টন সরকারি গম নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে একটি জাহাজ। শনিবার (২১ মে) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে গমবাহী জাহাজটি। রোববার (২২ মে) বিষয়টি নিশ্চিত করেছেন খাদ্য বিভাগ চট্টগ্রামের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক আবদুল কাদের।
তিনি বলেন, শনিবার ভারত থেকে এমভি ভি স্টার নামে একটি জাহাজ ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসেছে। এরপর গমের স্যাম্পল কালেকশন করে এনালাইসিস করতে হয়। এছাড়া বিভিন্ন প্রক্রিয়ায় গমের মান যাচাই করা হয়। এসব প্রাথমিক কাজ শেষ হয়ে গেছে। আবহাওয়া ভালো থাকলে আগামীকাল থেকে বড় জাহাজটি থেকে গম খালাস শুরু হবে৷ এগুলো লাইটারেজ জাহাজে করে এনে খালাস করা হবে।
তিনি বলেন, এ মাসের ১৬ তারিখেও ৫২ হাজার ৫০০ টন সরকারি গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। এসব গম খাদ্য বিভাগের গুদামে পৌঁছে দেওয়া হচ্ছে। শীঘ্রই আরও গম আসবে বলে জানতে পেরেছি।
জানা গেছে, চালের পর বাংলাদেশের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য হচ্ছে গম। দেশে বছরে ৭৫ লাখ টন গমের চাহিদা রয়েছে।