আন্তর্জাতিক ডেস্ক:
ভূমধ্যসাগরে নৌকা ডুবে ৯০ জনের বেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টর উইদাউট বর্ডারস জানিয়েছে, ডুবে যাওয়া ঘটনাস্থল থেকে শনিবার ভোরে চারজনকে উদ্ধার করেছে বাণিজ্যিক ট্যাংকার আলগ্রিয়া। অভিবাসন প্রত্যাশীরা লিবিয়া থেকে ইউরোপের দিকে যাচ্ছিল।
টুইট বার্তায় জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান রবিবার জানিয়েছেন, ভূমধ্যসাগরে নতুন এক ট্র্যাজেডিতে ৯০ জনের বেশি মানুষ মারা গেছেন।
আলেগ্রিয়া-১ এর বরাতে টুইট বার্তায় এমএসএফ জানিয়েছে, উদ্ধারকৃত চারজন প্রায় একশ লোকের সঙ্গে একটি নৌকায় কমপক্ষে চারদিন সমুদ্রে ভাসছিলো। আলেগ্রিয়া-১ ট্যাঙ্কারের লগবুক অনুযায়ী নৌকাডুবির ঘটনায় প্রায় ৯০ জনের মৃত্যু হয়েছে।
এমএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, ‘দুর্ঘটনায় জীবিতদের এমন জায়গায় ফেরানো উচিত নয় যেখানে তারা বন্দি, নির্যাতনের সম্মুখীন হতে হয়। আর লিবিয়া কোনও নিরাপদ জায়গা নয়’।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্যমতে, চলতি বছরে ভূমধ্যসাগরে ডুবে প্রাণ গেছে ৩৬৭ জনের। আর ২০২১ সালে মারা গেছেন দুই হাজারের বেশি মানুষ।
সূত্র: দ্য হিন্দু, এনডিটিভি