আগামী সোমবার থেকে সীমিত আকারে, বৃহস্পতিবার থেকে সারাদেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা দিয়েছে সরকার। লকডাউনে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল বা ইপিজেড খোলা রাখা এবং রপ্তানি কার্যক্রম সচল রাখার দাবি জানিয়েছে ইপিজেডের বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেপজিয়া)।
আজ ২৬ জুন, শনিবার এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বেপজিয়া চেয়ারম্যান ও প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান এম নাসির উদ্দিন রপ্তানি–সংশ্লিষ্ট সব কার্যক্রম লকডাউনের আওতামুক্ত রাখার অনুরোধ জানিয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষ বা বেপজাকে চিঠিও দিয়েছে।
এ চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘গত বছরের টানা লকডাউনে অনেক ক্রয়াদেশ বাতিল হয়েছে। নতুন ক্রেতাদের অনাগ্রহ তৈরি হয়েছে। এতে করে ইপিজেডের বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতির মুখোমুখি হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নিতে এবং অর্থনীতির চাকা সচল রাখতে রপ্তানিমুখী পোশাকশিল্প লকডাউনের আওতামুক্ত রাখা উচিত। নয়তো বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন এ সেক্টরের ব্যবসায়ীরা। স্থবির হয়ে যাবে রপ্তানি খাত। সামনের ঈদে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার বিষয়টিও হুমকির মুখে পড়বে।’
এ চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘ইপিজেডে সারাদেশের বিভিন্ন এলাকা থেকে আসা শ্রমিকরা কাজ করেন। দীর্ঘ ছুটি পেলে তারা বাড়ি যাওয়ার চেষ্টা করবেন। এটি করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি আরও বাড়াবে।’