পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-আমান কটন, আমান ফিড, লিগ্যাসি ফুটওয়্যার, লুব-রেফ বাংলাদেশ এবং কোহিনুর কেমিক্যাল।
কোম্পানি পাঁচটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (১ নভেশ্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে কোম্পানিগুলোর লভ্যাংশের তথ্য প্রকাশ করা হয়েছে।
আমান কটন
কোম্পানিটি ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। এ লভ্যাংশ শুধু সাধারণ শেয়ারহোল্ডাররা পাবেন। উদ্যোক্তা ও পরিচালকরা লভ্যাংশ নেবেন না।লভ্যাংশের বিষয়ে পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর লভ্যাংশ পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর। অর্থাৎ ওই দিন যেসব বিনিয়োগকারীর কাছে কোম্পানিটির শেয়ার থাকবে তারাই লভ্যাংশ পাবেন।
আমান ফিড
কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। এ লভ্যাংশ শুধু সাধারণ শেয়ারহোল্ডাররা পাবেন। উদ্যোক্তা ও পরিচালকরা লভ্যাংশ নেবেন না।
লভ্যাংশের বিষয়ে পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর লভ্যাংশ পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।
লিগ্যাসি ফুটওয়্যার
কোম্পানিটি ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। লভ্যাংশের বিষয়ে পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ ডিসেম্বর। আর লভ্যাংশ পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।
লুব-রেফ বাংলাদেশ
কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। লভ্যাংশের বিষয়ে পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর লভ্যাংশ পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।
কোহিনুর কেমিক্যাল
কোম্পানিটি ৩৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেবে। লভ্যাংশের বিষয়ে পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর লভ্যাংশ পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।