লেনদেন কমেছে শেয়ারবাজারে

ভোক্তাকণ্ঠ ডেস্ক: শেয়ার বিক্রির চাপের মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে সোমবার (২২ মে) দেশের শেয়ারবাজারে লেনদেন হয়েছে। এ দিন খাদ্য ও আনুষঙ্গিক খাতের শেয়ারের পাশাপাশি সী পার্ল, মিডল্যান্ড ব্যাংক, ইউনিক হোটেল, আল-আরাফাহ ব্যাংক, প্রিমিয়ার সিমেন্ট,জেমিনি সী ফুডের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে সূচকের পতনের হাত থেকে রক্ষা পেয়েছে দেশের শেয়ারবাজার। তবে সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন এবং লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের দাম।

এর ফলে সপ্তাহের প্রথম দিন দরপতনের পর দ্বিতীয় দিন সূচক পতন থেমেছে। এ দিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে দশমিক ৩৫ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩টির, কমেছে ৩টির আর অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানির শেয়ারের দাম। এছাড়াও আইটি খাতের ১১টি কোম্পানির মধ্যে ৯টির দাম বেড়েছে। কমেছে একটির আর অপরিবর্তিত রয়েছে একটি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর তথ্য মতে, আজ মোট ১৪ কোটি ৩২ লাখ ৭১ হাজার ৮৯৩টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৭০৭ কোটি ৪০ লাখ ৭ হাজার টাকা। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৮১১ কোটি ৭৪ লাখ ২৪ হাজার টাকার। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮১ পয়েন্ট পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসই ৩০ সূচক ৪ দশমিক ৩০ পয়েন্ট কমে ২ হাজার ১৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৪৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৪টি কোম্পানির, কমেছে ৯৭টির ও অপরিবর্তিত রয়েছে ১৭৫টি কোম্পানির শেয়ারের দাম।

সোমবার ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের শেয়ার। এরপর রয়েছে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার। এছাড়া শীর্ষ ১০-এ ছিল যথাক্রমে রূপালী লাইফ ইনস্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, মুন্নু সিরামিক, জেমিনি সি ফুডস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, লিগেসি ফুটওয়্যার এবং আমরা নেটওয়ার্কস লিমিটেডের শেয়ার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ২ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫২১ পয়েন্টে দাঁড়িয়েছে। এ দিন সিএসইতে ২০৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৪টির, কমেছে ৬২টির ও অপরিবর্তিত রয়েছে ৮৪টির দাম।

দিন শেষে সিএসইতে ২৪ কোটি ৬২ লাখ ৯৩ হাজার ৩৫২ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছে ১৬ কোটি ৯৮ লাখ ৪৪ হাজার ৫৫৪ টাকার শেয়ার ও ইউনিট।