ভোক্তাকণ্ঠ ডেস্ক: টানা তিন কর্মদিবস উত্থানের সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে ছন্দপতন হয়েছে। শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপে এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২ পয়েন্ট। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৪ পয়েন্ট।
ডিএসইতে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে চলতি প্রথম কর্মদিবস রোববার, সোমবার এবং মঙ্গলবার উত্থানের পর আজ বৃহস্পতিবার ছন্দপতন হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা তিন কর্মদিবস উত্থানের পর শেয়ারবাজারে মূল্যসংশোধন হয়েছে। এ ছন্দপতনটাই শেয়ারবাজারে স্বাভাবিক নিয়ম। এতে বিনিয়োগকারীদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই।
ডিএসইর তথ্যমতে, এদিন ডিএসইতে ৩২৮টি প্রতিষ্ঠানের ৮ কোটি ৪৭ লাখ ৮৬১ হাজার ২৭০টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এ কেনা-বেচা থেকে মোট লেনদেন হয়েছে ৫৪৫ কোটি ৬৮ লাখ টাকা। এর আগের কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৪৯ কোটি ৫৪ লাখ ২৫ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৭টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ১১৩টির, আর অপরিবর্তিত রয়েছে ১৬৮টি কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএস আগের দিনের চেয়ে ২ দশমিক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৬০ পয়েন্টে। তবে ডিএসইএস শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৬ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- জেনেক্স ইনফোসিস, ইস্টার্ন হাউজিং, রয়েল টিউলিপ সি পার্ল, আমরা নেটওয়ার্কস, এডিএন টেলিকম, বাংলাদেশ শিপিং করপোরেশন, রুপালি লাইফ ইনস্যুরেন্স, বিডিকম, জেমিনি সি ফুড এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেড।
একই দিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের সিএএসপিআই সূচক ৪ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৫০পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৮৩ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার। এ বাজারে লেনদেনে অংশ নেওয়া ১৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৯টির দাম বেড়েছে, বিপরীতে কমেছে ৪৬টির ও ৬৪টির দাম অপরিবর্তিত রয়েছে।