ভোক্তাকন্ঠ ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৬ মার্চ) বড় দরপতনের মধ্য দিয়ে দেশের শেয়ারবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৫৭ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২১৭ পয়েন্ট।
সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দামও। তাতে বিনিয়োগকারীদের মূলধন অর্থাৎ পুঁজি কমেছে ৫ হাজার ২৫৪ কোটি ৩ লাখ ৮৫ হাজার টাকা।
এর ফলে গত মঙ্গলবার উত্থানের পর বুধবার, বৃহস্পতি ও রোববার টানা তিন কার্যদিবস দরপতন হলো।
ডিএসইর তথ্য অনুযায়ী, রোববার সূচক বৃদ্ধির মধ্য দিয়ে দিনের লেনদেন শুরু হয়। কিন্তু শেয়ার বিক্রির চাপে মাত্র ১০ মিনিট পর সূচক পতন শুরু হয়। এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্ঠা করলেও শেয়ার বিক্রির চাপে নিন্মমুখী থাকে সূচক। এদিন ডিএসইতে ৩৭৯টি প্রতিষ্ঠানের ১৬ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ৫৮৮টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ২৪৭টির, অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।
তাতে ডিএসইর প্রধান সূচক ৫৭ দশমিক ৮৮ পয়েন্ট কমে ৬ হাজার ৬৩৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে কমেছে ১০ দশমিক ৯৬ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ২৪ পয়েন্ট।
ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৬৫১ কোটি ৫৬ লাখ ৩১ হাজার টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬৪৪ কোটি ৫৫ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার।
এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর ছিল ফরচুন সুজ, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বিএসসি, সোনালী পেপার, কেয়া কসমেটিকস, রেনেটা, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা এবং কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ২১৭ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১৯ হাজার ৪৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ২৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৫৮, অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।
এ বাজারে লেনদেন হয়েছে ১৭ কোটি ৮১ লাখ ৩১ হাজার ৯১৯ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ২০ কোটি ৯২ লাখ ৫৩ হাজার ৩৮০ টাকার শেয়ার।