অনলাইন ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে। সূচকের সাথে বেড়েছে লেনদেনের পরিমাণ।
আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৪৫ পয়েন্টে উঠেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪০০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ ১ পয়েন্ট বেড়ে ৯৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
সারাদিনে শেয়ারবাজারে লেনদেন হয়েছে ৪৩৭ কোটি ১৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৭১ কোটি ৫৫ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৬৫ কোটি ৬৩ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া ১১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৬৭টির। ১৬০টির দাম অপরিবর্তিত রয়েছে।