এ সপ্তাহের সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকে সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ভিন্ন চিত্র পাওয়া গেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৯৯৮ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করে ২৬২৫ ও ১৪৭৪ পয়েন্টে।
এদিন ডিএসইতে কোম্পানির শেয়ার লেনদেনে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের লেনদেন শেষ হয়েছে উত্থানে। সিএসই সার্বিক সূচক ৫৮ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৫৩৯ পয়েন্টে অবস্থান করছে।