অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের কারণে এতো দিন সীমিত পরিসরে সেবা দিয়ে আসছিল ব্যাংকগুলি। রোববার থেকে দেশের বেশিরভাগ এলাকায় ব্যাংকগুলো স্বাভাবিক লেনদেনে ফিরছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে জানানো হয়, রোববার থেকে দেশের ব্যাংকগুলোতে আগের মতই সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লেনদেন হবে।
তবে করোনাভাইরাসের বিস্তারের কারণে স্বাস্থ্য অধিদপ্তর বা প্রশাসন যেসব এলাকাকে ‘মাঝারি বা উচ্চ ঝুঁকির এলাকা’ হিসেবে চিহ্নিত করেছে, সেসব জায়গায় ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।
সমুদ্র, স্থল ও বিমানবন্দর (পোর্ট ও কাস্টমস) এলাকায় ব্যাংকের শাখা ও বুথ স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে।
সার্কুলারে বলা হয়, সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ ৩০ মে শেষ হচ্ছে । এই প্রেক্ষিতে ৩১ মে থেকে তফসিলি ব্যাংকগুলোর অফিস ও লেনদেনের সাধারণ সময়সূচি পুনর্বহাল করার সিদ্ধান্ত হয়েছে ।