ভোক্তাকণ্ঠ ডেস্ক: পবিত্র আশুরা উপলক্ষে একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সকল বিভাগ বন্ধ ছিল। এ কারণে বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রাখা হয়। ছুটি শেষে আজ বেলা ১১টার দিকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে আবারও দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. বদিউজ্জামান জানান, পবিত্র আশুরা উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্ট যাত্রীদের পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিল।