ব্যবসা-বাণিজ্যে খারাপ প্রাক্টিস কমানোর আহ্বান অর্থ ও বাণিজ্য উপদেষ্টার

ভোক্তাকণ্ঠ ডেস্ক: ব্যবসা বাণিজ্যে ব্যাড (খারাপ) প্রাক্টিস কমানোর আহ্বান জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার দুপুরে পরিকল্পনা কমিশনে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশের বৃহৎ ছয় ভোজ্যতেল ও চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের দেশে নিত্যপণ্যের মধ্যে তেল ও চিনির ব্যাপক ব্যবহার হয়ে থাকে। এগুলোর সরবরাহ চেইন সচল রাখা এবং জনগণের কাছে যৌক্তিক মূল্যে পৌঁছে দেওয়া বর্তমান সরকারের চাওয়া। এ ক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, এলসি খোলা ও এলসি মার্জিন কমানোর বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। কোনো ভাবেই পণ্যের দাম বাড়ানো যাবে না। ব্যবসা-বাণিজ্যে ব্যাড (খারাপ) প্রাক্টিস কমাতে হবে।

প্রতি কেজি চিনিতে ব্যবসায়ীদের ৪২ টাকা ভ্যাট ও অন্যান্য ট্যাক্স পরিশোধ করতে হয়। এটা অন্যায্য উল্লেখ করে ব্যবসায়ীরা বলেন, পৃথিবীর অন্য কোনো দেশে এ রকম নেই। বিদ্যমান ভ্যাট ও ট্যাক্স পুনর্নির্ধারণের দাবি জানান তারা।

এ সময় ভোজ্যতেল ও চিনি পরিশোধনকারী ব্যবসায়ীরা দেশে নিত্যপণ্যের চাহিদা ও মজুত পরিস্থিতি সম্পর্কে বাণিজ্য উপদেষ্টাকে অবহিত করেন।

মতবিনিময় সভায় দেশবন্ধু গ্রুপ, মেঘনা গ্রুপ, এস আলম গ্রুপ, মেঘনা গ্রুপ, টি কে গ্রুপ ও সিটি গ্রুপের প্রতিনিধি অংশ নেন।