ভোক্তাকণ্ঠ ডেস্ক: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে গুঁড়া দুধ ছাড়া সব পণ্য আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এ উপলক্ষে বুধবার ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাজেন্টস অ্যাসোসিয়েশন বন্দরে আনন্দ মিছিলের আয়োজন করে।
মিছিল শেষে সমাবেশ বক্তব্য দেন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হাবিবুর রহমান হবি, সদস্য অহিদুল ইসলাম, রাইসুল হক টুটু, ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের লুৎফর রহমান মন্টু, কর্মচারী অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান বাদশাহ, আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সদস্য আসাদুল ইসলাম প্রমুখ।
বক্তারা ভোমরা স্থলবন্দর দিয়ে গুঁড়া দুধ ছাড়া অন্যান্য সব পণ্য আমদানির গেজেট প্রকাশ করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, নৌ পরিবহন উপদেষ্টা ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।