প্রবাসী আয় নিম্নমুখী

ভোক্তাকণ্ঠ ডেস্ক: চলতি মাসের ১৩ দিনে দেশে এসেছে ৯৭ কোটি ৮০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১১ হাজার ৪৯৯ কোটি টাকা (প্রতি ডলার ১১৭ টাকা ৫০ পয়সা ধরে)। যা পর পর আগের কয়েক মাসের প্রতিদিন আসা গড় প্রবাসী আয়ের চেয়ে কম।

রোববার এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

তথ্য বলছে, জুলাই মাসের ১৩ দিনের প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৭ কোটি ৫২ লাখ ৪০ হাজার ৭৬৯ মার্কিন ডলার। আগের মাস জুনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় আসে ৮ কোটি ৪৭ লাখ ২১ হাজার ৬৬৬ ডলার। আগের অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রতিদিন প্রবাসী আয় আসে ৬ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৬৬৬ ডলার।

এ হিসাব বলছে জুলাই মাসে প্রবাসী আয় নিম্নমুখী।

প্রবাসী আয় বৃদ্ধিতে গত বছর জুড়ে বিভিন্ন রকমের জটিলতা দূর করে সহজ করা হয়। সর্বশেষ গত মে মাসে প্রবাসী আয়ের ডলার দাম ১১০ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ১১৭ টাকা ৫০ পয়সা করা হয়। এরপরই প্রবাসী আয় আসার নতুন গতি তৈরি হয়। কিন্তু নতুন বছরে লাগে নতুন ধাক্কা। এর ফলে কমে প্রবাসী আয়।

তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, জুলাই মাসের ১৩ দিনে রাষ্ট্রীয় খাতের বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় আসে ১৩ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে আসে ৫ কোটি ৪ লাখ ৭০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৭৮ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার। আর বিদেশে ব্যাংকগুলোর মাধ্যমে আসে ২৫ লাখ ৪০ হাজার ডলার।