ভোক্তাকণ্ঠ ডেস্ক: দেশের ইতিহাসে সবচেয়ে বেশি দামে পৌঁছেছে সোনা। সবচেয়ে ভালো মানের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় দুই হাজার ২২২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনা কিনতে এখন গুনতে হবে এক লাখ এক হাজার ২৪৪ টাকা।
বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটন সই এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। যা ২৫ অগাস্ট (শুক্রবার) থেকে কার্যকর হবে।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দামে দুই হাজার ২২২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ এক হাজার ২৪৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় দুই হাজার ৪১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৬ হাজার ৬৩৬ টাকা।
এছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি সোনায় এক হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে ৮২ হাজার ৮১৪ টাকা আর সনাতন পদ্ধতির এক ভরি সোনায় এক হাজার ৫১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬৯ হাজার ৫১ টাকা।
গত ২০ জুলাই ঘোষণা দিয়ে ২১ জুলাই থেকে দেশের বাজারে সোনার দাম বাড়ায় বাজুস। সে সময় সব থেকে ভালো মানের প্রতি ভরি সোনা দাম নির্ধারণ করা হয় এক লাখ ৭৭৮ টাকা। এতদিন দেশের বাজারে এটিই ছিল সোনার সর্বোচ্চ দাম।