ভোক্তাকণ্ঠ ডেস্ক: সরকারি ছুটিসহ মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে টানা ছয়দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে বন্ধের এসময় বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত (ইমিগ্রেশন) ব্যবস্থা স্বাভাবিক থাকবে।
বুধবার (৩ এপ্রিল) বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি- রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন ছুটির বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় তিনি বলেন, সড়ক পথে চার দেশের সঙ্গে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা হয়ে থাকে বাংলাবান্ধা স্থলবন্দরে। কয়েকদিন পর পবিত্র ঈদুল ফিতর এবং বাংলা নববর্ষ আসায় ছুটির বিষয়টি বিবেচনা করে সাংগঠনিক আলোচনার শেষে সংশ্লিষ্ট সবাইকে চিঠির মাধ্যমে বুধবার সকাল থেকে বন্ধের বিষয়টি অবগত করা হচ্ছে। আগামী ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল (মঙ্গল থেকে রোববার) পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামী সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে বন্দরের কার্যক্রম আবারও স্বাভাবিক হবে।