ভোক্তাকণ্ঠ ডেস্ক: দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইটি এ তথ্য জানান।
ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে বন্ধের সময়ও হিলি চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
রবিউল ইসলাম বলেন, শনিবার ভারতে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে ভারত হিলি এক্সপোর্ট এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট এসোসিয়শেন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। সে মোতাবেক শনিবার হিলি দিয়ে আমদানি রপ্তানি বন্ধ ছিল। রোববার থেকে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি চালু হয়েছে।