শেয়ারবাজারে মূলধন বাড়লো

ভোক্তাকণ্ঠ ডেস্ক: গত সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই ঊর্ধ্বমুখী ছিল শেয়ারবাজার। সপ্তাহজুড়ে বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন পৌণে ৭ হাজার কোটি টাকা বেড়ে গেছে। এছাড়া প্রধান মূল্যসূচক বেড়েছে ১০০ পয়েন্টের বেশি।

গত সপ্তাহজুড়ে ডিএসইতে যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে, তার তিনগুণের বেশি প্রতিষ্ঠান স্থান করে নিয়েছে দাম বাড়ার তালিকায়। ফলে বেড়েছে সবকয়টি মূল্যসূচক। একইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৯৩টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ৮৬টির। এছাড়া ১৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

এদিকে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গত সপ্তাহে বেড়েছে ১০৪ দশমিক ৫০ পয়েন্ট বা এক দশমিক ৮৩ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ২০৩ দশমিক ৯২ পয়েন্ট বা ৩ দশমিক ৪৫ শতাংশ। তার আগের সপ্তাহে কমে ২০ দশমিক ৯৭ পয়েন্ট বা দশমিক ৩৫ শতাংশ।

প্রধান মূল্যসূচকের পাশাপাশি বেড়েছে ইসলামি শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক। গত সপ্তাহে সূচকটি বেড়েছে ২২ দশমিক ১৮ পয়েন্ট বা ১ দশমিক ৮২ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৪৫ দশমিক ৬৪ পয়েন্ট বা ৩ দশমিক ৬১ শতাংশ।

বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহেও বেড়েছে। গত সপ্তাহজুড়ে এই সূচক বেড়েছে ৩৪ দশমিক ১২ পয়েন্ট বা এক দশমিক ৬৩ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৮৮ দশমিক ৭৬ পয়েন্ট বা ৪ দশমিক শূন্য ৭ শতাংশ।

মূল্যসূচক কমার পাশাপাশি লেনদেনের গতিও বেড়েছে। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৭৯২ কোটি ৫৪ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৬২৪ কোটি ৪১ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১৬৮ কোটি ১৩ লাখ টাকা বা ২৬ দশমিক ৯৩ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকোর শেয়ার। প্রতিদিন গড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৯ কোটি ৫৭ লাখ টাকা, যা মোট লেনদেনের ৮ দশমিক ৭৮ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৩৭ কোটি ৩২ লাখ টাকা। প্রতিদিন গড়ে ৩৪ কোটি ৩৫ লাখ টাকা শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন।

এছাড়া, লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- রেনেটা, ব্র্যাক ব্যাংক, এমজেএল বাংলাদেশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, মিডল্যান্ড ব্যাংক, বেক্সিমকো ফার্মা এবং যমুনা ব্যাংক।