ভোক্তাকণ্ঠ ডেস্ক: আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে টানা আট দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর।
বুধবার সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি কাজী শাহাবুদ্দিন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী সোমবার (১৭ জুন) মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-আজহা অনুষ্ঠিত হবে। সেহেতু শনিবার (১৫ জুন) থেকে শনিবার (২২ জুন) পর্যন্ত মোট আট দিন সোনামসজিদ শুল্ক স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী শনিবার (২২ জুন) থেকে বন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে। তবে ঈদ-উল-আযহার ছুটি উপলক্ষে বন্দরে কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন বিভাগ খোলা থাকবে। বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীরা এই বন্দর ব্যবহার করে উভয় দেশে যাতায়াত করতে পারবেন।