আয়েশা সিদ্দিকা, জাবি প্রতিনিধি: ‘বিভূতির অবশেষ থেকে হোক নব উন্মেষ’ স্লোগানকে ধারন করে জাহাঙ্গীরনগর থিয়েটার (অডিটোরিয়াম) প্রতিবারের ন্যায় এবারও আয়োজন করছে ৬ দিন ব্যাপী নাট্য উৎসব।
গত সোমবার (২৮ ফেব্রুয়ারী) সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে সংগঠনটির সাধারণ সম্পাদক তাসনিয়া তাহসিন জানান, সাংস্কৃতিক রাজধানী হিসেবে খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়র ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন জাহাঙ্গীরনগর থিয়েটার নাট্যচর্চা করে যাচ্ছে। কোভিড-১৯ মহামারী প্রকোপের পর প্রতিবারের ন্যায় এবারও ৬দিন ব্যাপী নাট্য উৎসবের আয়োজন করা হচ্ছে। এবারের উৎসবে অংশ নিচ্ছে জাহাঙ্গীরনগর থিয়েটার, জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, আরণ্যক নাট্যদল ও প্রাচ্যনাট। এবারের উৎসব চলবে ১১ মার্চ পর্যন্ত।
৬ দিন ব্যাপী এ উৎসবে যথাক্রমে ৬ তারিখ কবর, ৭ তারিখ জল পলকের গান, ৮ তারিখ বিচারপতি ঘুমিয়ে গেছেন, ৯ তারিখ সার্কাস সার্কাস, ১০ তারিখ মধ্য রাতের কবিতা ও গান নাটক মঞ্চস্থ করা হবে। এছাড়াও ১১ তারিখ সংগঠনটির সাবেক ও বর্তমানদের পূণমিলনীর মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হবে।
উল্লেখ্য, প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে আয়োজিত এ উৎসবের অনুষ্ঠান শুরু হবে।