বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। কোভিড-১৯ টিকা নিতে যেসব আবাসিক শিক্ষার্থীর তালিকা বিশ্ববিদ্যালয় হতে এমআইএস ডিজিএইচএস-এ পাঠানো হয়েছিলো সেসব শিক্ষার্থী সুরক্ষা ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন করতে পারবেন।
বর্তমানে দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট ২২০টি আবাসিক হলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক লাখ ৩০ হাজার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের এনআইডি নেই। ফলে টিকার জন্য নিবন্ধনের ক্ষেত্রে জটিলতায় পড়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের থেকে একাধিক অভিযোগ এসেছে এ ব্যপারে। যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র আছে শুধুমাত্র তারাই নিবন্ধন ও টিকা নিতে পারবেন। তাহলে যাদের জাতীয় পরিচয় পত্র নেই তারা কীভাবে টিকা নেবে? এ বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
খন পর্যন্ত যে সিদ্ধান্ত হয়েছে যেসব শিক্ষার্থীর এনআইডি নম্বর বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো হয়েছে তারাই শুধু টিকা নিতে পারবেন। এর বাইরে আমার কিছু বলার এখতিয়ার নেই, বলে জানান অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান