ভোক্তাকন্ঠ ডেস্ক: করোনাভাইরাসের টিকা নেওয়া ছাড়া শিক্ষার্থীদের সশরীরে ক্লাস থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে ইডেন মহিলা কলেজ প্রশাসন। শনিবার (৮ জানুয়ারি) কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, কলেজের সব শ্রেণির ছাত্রীদের করোনার টিকা গ্রহণের প্রমাণপত্রের ফটোকপি বিভাগে জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হলো। একইসঙ্গে টিকা নেওয়ার প্রমানপত্র ছাড়া সশরীরে ক্লাস থেকে বিরত থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে।
এছাড়া বিজ্ঞপ্তিতে এ বিষয়ে স্ব স্ব বিভাগের ছাত্রীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে বিভাগীয় প্রধানদের অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, করোনার টিকা ছাড়া কেউ যেন সশরীরে ক্লাসে অংশ নিতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে টিকার ডোজের পরিমাণ নির্ধারণ করবে বিভাগগুলো।
কলেজের আবাসিক ছাত্রাবাসের বিষয়ে তিনি বলেন, সরকারি কোনো নির্দেশনা পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে সবার টিকা দেওয়া থাকলে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে ছাত্রাবাস বন্ধ করার প্রয়োজন হবে না বলেও জানান তিনি।