ভোক্তাকণ্ঠ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটভুক্ত ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের’ আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার পাসের হার ৯ দশমিক ৬৯ শতাংশ।
বুধবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিক ভাবে এ ফল প্রকাশ করেন।
এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে পাসের হার নয় দশমিক ৬৯ শতাংশ। মোট পাস করেছেন ১১ হাজার ১৬৯ জন। বাকি ৯০ দশমিক ৩১ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।
এ বছর ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে মোট আসন সংখ্যা ছিল দুই হাজার ৯৩৪টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৯০৮টি, মানবিক বিভাগে এক হাজার ৭৪৪টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৮২টি আসন বরাদ্দ ছিল।
গত ০৬ মে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের আট বিভাগীয় শহরে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় এক লাখ ২২ হাজার ৮৩৪ শিক্ষার্থী অংশ নেন।