নোবিপ্রবি প্রতিনিধি: জাতীয় ঐক্যের স্লোগান হলো ‘জয় বাংলা’। জয় বাংলাকে জাতীয় স্লোগান করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। জয় বাংলা জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি পাওয়ায় জয়োল্লাস করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা জাহিদ হাসান শুভর দিকনির্দেশনায় আনন্দ মিছিল করে নোবিপ্রবি ছাত্রলীগ।
বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শান্তিনিকেতন থেকে আনন্দ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শেষ হয়।
এ ব্যপারে ছাত্রনেতা জাহিদ হাসান শুভ বলেন, ‘জয় বাংলা স্লোগানে আমরা ঐক্যবদ্ধ হই,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় স্লোগান জয় বাংলা। জয় বাংলা জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি পাওয়ায় আমরা আনন্দিত ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট কৃতজ্ঞ’।