বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বুয়েটের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
এবার দুই ধাপে ভর্তি পরীক্ষা নিয়েছে বুয়েট। গত ২০ ও ২১ অক্টোবর মহামারী পরিস্থিতি বিবেচনায় চার শিফটে ভাগ করে প্রাক-নির্ববাচনী পরীক্ষা নেওয়া হয়। এতে ২৪ হাজারের বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সেখানে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৬ হাজার পরীক্ষার্থীকে চূড়ান্ত পর্বের পরীক্ষার জন্য বাছাই করা হয়। পরিবহন ধর্মঘটের মধ্যেই ৬ নভেম্বর ভর্তির চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ধর্মঘটের মধ্যেও চূড়ান্ত পরীক্ষায় ৬ হাজারের মধ্যে ৫ হাজার ৯৪৪ জন শিক্ষার্থী অংশ নেন।
চূড়ান্ত পর্বের ফলাফলে থাকা প্রথম দিকের ১ হাজার ২১৫ জনকে বুয়েটের ১২ টি বিভাগে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হবে।
চূড়ান্ত পর্বের ভর্তি পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত এবং অপেক্ষমান প্রার্থীদের তালিকা বুয়েটের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।
ফলাফল প্রকাশের পর বুয়েটের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, মেধাতালিকা ও পছন্দক্রম অনুসারে প্রার্থীদের বিভাগ বন্টন পরবর্তীতে ওয়েবসাইটেই প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রথম ধাপে স্বাস্থ্য পরীক্ষা, দ্বিতীয় ধাপে ভর্তি ফি প্রদান এবং তৃতীয় ধাপে মূল সনদ, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং ভর্তি ফির রশিদ জন্য প্রদান সাপেক্ষে ভর্তি নিশ্চিত করা হবে।
যেসব প্রার্থী অপেক্ষমান তালিকা থেকে প্রাথমিকভাবে ভর্তির জন্য নির্বাচিত হবেন, তাদের সনদ ও অন্যান্য দলিলাদি যাচাইয়ের পর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হবে।
স্বাস্থ্য পরীক্ষার ছাড়পত্র নিশ্চিত হলে তাৎক্ষণিকভাবে ভর্তি ফি জমা দিতে প্রস্তুত থাকতে হবে। ফি প্রদানের পর রশিদের মূল কপিসহ তিনটি কপি নির্ধারিত বুথে জমা দিতে হবে।