ভোক্তাকন্ঠ ডেস্ক: নতুন বছরের শুরুতে রংপুরের ৮ জেলায় মাধ্যমিকে পড়ুয়া প্রায় সাড়ে ৪ লাখ শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও প্রাথমিক পর্যায়ে গত বছরের মতো এবারো সোয়া ১ কোটির বেশি নতুন বই দেওয়া হচ্ছে। শনিবার (১ জানুয়ারি) সকাল থেকে বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
রংপুর নগরীর আমাশু সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসিব আহসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এএম শাহজাহান সিদ্দিক প্রমুখ।
অন্যদিকে নগরীর আশরতপুরে শহিদ শংকু সমজদার বিদ্যানিকেতনে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উমর ফারুক। কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও শহিদ শংকু সমজদার বিদ্যানিকেতনের উপদেষ্টা প্রফেসর মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ তানিয়া সুলতানা সুমি। পরবর্তীতে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে অবশিষ্ট বই বিতরণ করা হয়।
এদিকে নতুন বছরে নতুন বই হাতে পেয়ে আনন্দ-উৎসবে মেতে উঠে শিশুরা। করোনার ধকল কাটিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চেষ্টা করছে আগের প্রাণবন্ত চেহারায় ফিরতে। তবে বৈশ্বিক মহামারি করোনার কারণে এবারও বই উৎসব না হলেও শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার কার্যক্রম পর্যায়ক্রমে স্বাস্থ্যবিধি মেনে অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এবার রংপুর বিভাগের আট জেলার ৫৮ উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা বিনামূল্যে ৪ কোটি ৪৮ লাখ ৬১ হাজার ৬০৮টি নতুন বই পাবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চল সূত্রে জানা গেছে, নতুন শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে ২ কোটি ৮৮ লাখ ৯১ হাজার ৩৮৫টি নতুন বই বিনামূল্যে বিতরণ করা হবে।
দাখিল পর্যায়ে বিতরণ করা হবে ১ কোটি ১২ লাখ ৪৬৮ এবং এবতেদায়ি মাদরাসায় শিক্ষার্থীদের মধ্যে ৩২ লাখ ২২ হাজার ৭৭টি বই বিতরণ করা হবে। এছাড়া এসএসসি ভোকেশনাল, দাখিল ও কারিগরি ট্রেড শিক্ষার্থীদের মধ্যে ১৫ লাখ ৪৭ হাজার ৬৭৮টি পাঠ্যবই বিতরণ করা হবে।
এদিকে রংপুর বিভাগে প্রাথমিক পর্যায়ে গত বছর ৩০ লাখ ৪৩ হাজার ৯১২ জন শিক্ষার্থীর মাঝে ১ কোটি ২৭ লাখ ৭ হাজার ৩৮৮টি নতুন বই দেওয়া হয়েছিল। এবার ২০২২ শিক্ষাবর্ষেও সমপরিমাণ নতুন বই প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে পর্যায়ক্রমে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে বলে জানা গেছে।