করোনা সংক্রমণ বাড়তে থাকায় চলমান এমনকি শুরুর অপেক্ষায় থাকা পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে রাজশাহীতে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। শনিবার (২২ জানুয়ারি) সকালে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
এই কর্সমসূচিতে রাজশাহী কলেজ, নিউ গভ. ডিগ্রি কলেজ, সিটি কলেজ ছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজশাহীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচি থেকে পরীক্ষা বন্ধ না রাখার দাবি জানানো হয়।
সকালে প্ল্যাকার্ড হাতে রাস্তায় দাঁড়ান শিক্ষার্থীরা। সমাগম বেড়ে একপর্যায়ে তা সমাবেশে রূপ নেয়। পরে শিক্ষার্থীরা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী কলেজে যান। রাজশাহী কলেজের প্রশাসন ভবনের সামনে তারা অবস্থান নেন।
সেখান থেকে রোববার সকাল ১০টায় নগরীর জিরো পয়েন্টে রাস্তায় প্রতীকী পরীক্ষায় দেওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীর। দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে যাওয়ারও ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে।
শিক্ষার্থী বলেন, করোনার কারণে একেক বর্ষের শিক্ষার্থীরা তিন থেকে চার বছর পর্যন্ত সেশনজটে রয়েছে। বার বার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে তারা ভবিষৎ নিয়ে উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কোর্সের চলমান ও সূচি প্রকাশ হওয়া পরীক্ষাগুলো দ্রুত নেওয়া জরুরি।
তারা আরও বলেন, আমরা পরিবারের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছি। আমরা আর চাই না জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদেরকে এভাবে হয়রানি করুক। যেভাবে রুটিন করা হয়েছিল সেই অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে আমাদের পরীক্ষাগুলো নেওয়া হোক।