ভোক্তাকণ্ঠ ডেস্ক: পদ্মা সেতু চালু হওয়ায় শরীয়তপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাস চালুর দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরীয়তপুর জেলার শিক্ষার্থীরা। এ দাবিতে তারা উপাচার্য অধ্যাপক ড মো. আখতারুজ্জামানকে স্মারকলিপি দিয়েছেন তারা।
বুধবার (২৯ জুন) দুপুরে উপাচার্যের কার্যালয়ে গিয়ে শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের পক্ষে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মো. মনির হোসেন ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আব্দুর রহমানের নেতৃত্বে একদল শিক্ষার্থী উপাচার্যের হাতে স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপিতে বলা হয়, গত ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হওয়ার পর থেকে ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের সরাসরি যোগাযোগ স্থাপন হয়। শরিয়তপুর জেলার শিক্ষার্থীরা পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল বাসে যাতায়াত করে পড়াশোনা করতে চায়। বাস চালু হলে শরিয়তপুর জেলা ছাড়াও বরিশাল, মাদারীপুর এবং ফরিদপুর জেলার শিক্ষার্থীরা পদ্মা সেতুর উপর দিয়ে যাতায়াত করে পড়াশোনা করতে পারবে।