ভোক্তাকন্ঠ ডেস্ক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষা ১৯ আগস্ট (শুক্রবার) থেকে শুরু হচ্ছে। সারাদেশে ২৭৫টি কেন্দ্রে এবার সর্বমোট ৫১ হাজার ২২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
বুধবার (১৭ আগস্ট) বাউবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৯ আগস্ট থেকে বাউবির অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এতে সারাদেশে ৩২ হাজার ৮৬০ জন পুরুষ এবং ১৮ হাজার ৩৬৮ জন নারী পরীক্ষার্থীর অংশগ্রহণ করার কথা রয়েছে। প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
এ পরীক্ষা শুধু শুক্র ও শনিবার সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। ১৬ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা শেষ হবে বলে বাউবি থেকে জানানো হয়েছে।