ভোক্তাকণ্ঠ ডেস্ক: চলতি বছরের দাখিল পরীক্ষার ফরম পূরণের সময় শেষবারের মতো বাড়ানো হয়েছে। রোববার মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, ২০২৩ সালের দাখিল পরীক্ষার বিলম্ব ফি ১০০ টাকা দিয়ে ফরম পূরণের সময় শেষবারের মতো আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো। অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
এর আগে প্রথম দফার বর্ধিত সময়ে গত ১৬ জানুয়ারি পর্যন্ত ও পরে দ্বিতীয় দফায় ৩০ জানুয়ারি পর্যন্ত দাখিলের ফরম পূরণের সুযোগ দেয়া হয়েছিল।
গত ১৮ ডিসেম্বর এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। জরিমানা ছাড়া ০৪ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণের সুযোগ পেয়েছিলেন শিক্ষার্থীরা।