সাত কলেজে ভর্তির ফল যেভাবে জানা যাবে

ভোক্তাকন্ঠ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং গার্হস্থ্য অর্থনীতি কলেজগুলোর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান এই ফল প্রকাশ করেন।

সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২১ হাজার ১৩২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৪ হাজার ৩৮২ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬৭ দশমিক ৯০ শতাংশ। তাদের মধ্যে ১১ হাজার ৯০৫ শিক্ষার্থী মেধাক্রম অনুযায়ী রাজধানীর সরকারি সাতটি কলেজের বিভিন্ন বিভাগে ভর্তির সুযোগ পাবেন। গত ১৩ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সাত কলেজে এই ভর্তি পরীক্ষা হয়।

যেভাবে জানা যাবে রেজাল্ট

কলা ও সামাজিক বিজ্ঞান-ইউনিট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর দিয়ে https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন। এছাড়া রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU CHM<roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি এসএমএস এ ফলাফল জানা যাবে।